Stock Market: চাঙ্গা শেয়ার বাজার, মঙ্গলে উঠল সূচক

মুম্বই, ২১ জুন (হি. স.) : চাঙ্গা শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খুলতেই সূচক অনেকটাই উঠল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪৩৮.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২,০৩৬.৩২ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৩৯.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫, ৪৮৯. ৫০পয়েন্টে।

এদিন যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে সেই সব সংস্থাগুলির মধ্যে রয়েছে টাইটান, ডক্টর রেড্ডি, টাটা স্টিল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এনটিপিসি। অন্যদিকে, ক্ষতির মুখ দেখতে হয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ভারতী এয়ারটেলের মত সংস্থাকে। বাজার আপাতত চাঙ্গা থাকায় বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তিতে। মঙ্গলবার সূচকের উত্থানে দালালস্ট্রিটে কিছুটা হলেও স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *