গৌরাঙ্গটিলা স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবীতে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷  অদ্ভূত কান্ড! শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মাঠে নেমেছে স্বয়ং শাসক দলের ছাত্র সংগঠন৷ সমস্যার শেষ নেই গৌরাঙ্গটিলা দ্বাদশ স্কুলের৷ বাধ্য হয়ে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ময়দানে নামলো শাসকদলীয় ছাত্র সংগঠন৷ এমনকি সড়ক অবরোধও করলো৷

খোয়াই মহকুমার গৌরাঙ্গটিলা দ্বাদশ স্কুলের সমস্যার শেষ নেই৷ শ্রেণীকক্ষের অভাব, প্রয়োজনীয় শিক্ষকের স্বল্পতা, বিদ্যুৎ-র সংযোগ নেই, আসবাবপত্রের সংকট, শৌচাগার নেই, পঠন-পাঠন হয় না নিয়মিত৷ তিন বছর ধরে ছাত্র ছাত্রীরা এসব বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করে আসছে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির কর্মকর্তাদের৷ এমনকি শিক্ষার্থীরা বেশ কয়েকবার দ্বারস্থ হয় জেলা শিক্ষা আধিকারিকের৷ এরপরেও সমাধান হয়না হাজারো সমস্যার৷ আর এদিকে ক্ষতিগ্রস্ত হতে থাকে ছাত্র ছাত্রীরা৷ অবশেষে শিক্ষার্থীদের ধৈর্য্যের বাঁধ ভাঙে একসময়৷

মঙ্গলবার গৌরাঙ্গটিলা দ্বাদশ স্কুলের ছাত্র ছাত্রীরা নেমে আসে রাস্তায়৷ স্কুলের সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে শুরু করে সড়ক অবরোধ৷ বেলা দুইটা থেকে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধ শুরু করে তারা৷ শাসকদলীয় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ফেষ্টুন হাতে নিয়ে সড়ক অবরোধে সামিল হয় ছাত্র ছাত্রীরা৷

ক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা জানায়, স্কুলের শ্রেণীকক্ষের প্রচন্ড সংকট৷ বৃষ্টির সময় জল পড়ে জীর্ণ শ্রেণীকক্ষের ভেতরে৷ সব বিষয়ের প্রয়োজনীয় শিক্ষক নেই৷ গরমে পঠন পাঠনের উপায় নেই৷ কারণ বিদ্যুৎ সংযোগ নেই স্কুলে৷ পর্যাপ্ত সংখ্যক আসবাবপত্রের অভাব রয়েছে৷ সমস্যা রয়েছে শৌচাগার ও প্রস্রাবাগারের৷ বারবার কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি৷ তাই বাধ্য হয়ে আজ নেমে আসতে হয়েছে রাস্তায়৷ঘন্টা দুয়েক অবরোধ চলেছে৷ তাতে রাস্তার দুইদিকে যানজট সৃষ্টি হয়েছে৷ যানবাহন আটকে পড়ে দুদিকে৷ দুর্ভোগের শিকার হতে হয় যাত্রী সাধারণকে৷ একসময় স্থানীয় শাসকদলের মাতববরেরা এসে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন৷ অবগত হন তাদের সমস্যা সম্পর্কে৷ স্থানীয় নেতারা বিধায়কের সাথে ঘটনাস্থল থেকে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জেলা শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে একমাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা স্কুলে ফিরে যায়৷ একমাস অপেক্ষা করবেন তারা৷ জানিয়ে দেন, বিধায়কের প্রতি বিশ্বাস ও সম্মান দুইই রয়েছে আমাদের৷ প্রয়োজনে আবার হবে আন্দোলন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *