BRAKING NEWS

Assam: হাইলাকান্দিতে জলে ডুবে কিশোরের মৃত্যু, ধলেশ্বর রেলওয়ে আন্ডারপাস জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

হাইলাকান্দি (অসম), ২০ জুন (হি.স.) : জলে ডুবে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলায়। হাইলাকান্দি জেলার চন্ডীগড় প্রথম খণ্ড গ্রামে এই ঘটনা ঘটেছে সোমবার দুপুরে। জলে ডুবে নিহত কিশোরের নাম লোকমান লস্কর।

জানা গেছে, মাছ শিকার করতে গিয়ে ১৪ বছরের এই কিশোরের জলে ডুবে মৃত্যু হয়েছে। এসডিআরএফ কিশোরটির মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে।

এদিকে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার ধলেশ্বরের রেলওয়ে আন্ডারপাস জাতীয় সড়ক দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সড়ক বিভাগের করিমগঞ্জ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধলেশ্বর এলাকার ইঅ্যান্ডডি ডাইকটি হুমকির কারণ হয়ে ওঠায় এবং এনএইচ-১৫৪ সড়কটি একত্রিত হওয়ার কারণে ওই রেলওয়ে আন্ডারপাস তাৎক্ষণিকভাবে সমস্ত ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই জাতীয় সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *