কুপওয়ারা, ২০ জুন ( হি. স.) : কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনী ৩০ জুন থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রায় বাধা দিতে প্রস্তুত সন্ত্রাসবাদীদের নির্মূল করতে অভিযান শুরু করেছে। উপত্যকায় গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনী তিনটি পৃথক এনকাউন্টারে ৭ সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে। এর মাধ্যমে এ বছর এ পর্যন্ত মোট ১১৪ জন সন্ত্রাসীকে খতম করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘন্টায় সাত সন্ত্রাসবাদীকে খতম করেছে। এর মধ্যে কুপওয়ারায় চারটি, কুলগামে দুটি এবং পুলওয়ামায় একজন রয়েছে। এই সময় নিরাপত্তা বাহিনী কুপওয়ারায় চার সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। নিহত ও গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় সাত সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। কুপওয়ারা জেলার লোলাব এলাকায় রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত চলা এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে। কুপওয়ারা জেলার লোলাবে নিহত চার সন্ত্রাসীর মধ্যে একজন পাকিস্তানি। তিনি বলেন, গত দশ দিনে নিরাপত্তা বাহিনীর হাতে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই বছর এখনও পর্যন্ত, কাশ্মীর উপত্যকায় ৩২ বিদেশী সন্ত্রাসবাদী সহ মোট ১১৪ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে।