Udaipur :জল যন্ত্রণায় অতিষ্ট হয়ে উদয়পুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  জলমগ্ণ শতাধিক পরিবার৷ জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাস্তা অবরোধের শামিল নাগরিকেরা৷ সোমবার সকালে উত্তপ্ত ছিল মন্দিরনগরী৷ রবিবারের অবিরাম প্রবল বর্ষণে জলমগ্ণ হয়ে পড়ে উদয়পুর পুর পরিষদের সোনামুড়া চৌমুহনী এলাকা৷ এর ফলে দর্ভোগে পড়তে হয় স্থানীয় শতাধিক পরিবারকে৷ জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিকঠাক ভাবে না থাকার ফলে এই দর্ভোগে বলে অভিযোগ এনে সোমবার আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে রাস্তা অবরোধে বসেন সোনামুড়া চৌমুহনী এলাকার ক্ষুব্ধ জনগন৷ এর ফলে স্বাভাবিকভাবেই রাস্তার দু ধারে দেখা দেয় বিশাল যানজট৷ খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *