নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভও বন্ধ করছে কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্প বাতিলে দাবি ও রাহুল গান্ধীকে ইডি-র জিজ্ঞাসাবাদের প্রতিবাদে এমন অভিযোগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
তিনি দলের চারদিন ধরে চলা বিক্ষোভ অন্দোলনে হাজির থেকে সোমবার বলেন, কংগ্রেস কর্মীরা শান্তিপূর্ণভাবে টানা চতুর্থ দিনের মতো ধর্না করছে, কিন্তু পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, যন্তর মন্তরে সত্যাগ্রহ মঞ্চ থেকে তাঁর ভাষণে বলেন, আজ তরুণদের ভবিষ্যত হুমকির মুখে। কেন্দ্রীয় সরকারও দেশের সীমান্ত রক্ষায় ব্যর্থ প্রমাণিত হচ্ছে। অগ্নিবীর প্রকল্প এনে কেন্দ্রীয় সরকার যুবকদের দেশের সেবা থেকে তাদের যৌবনে অবসর নিতে চায়।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সরকার অগ্নিবীর প্রকল্প চালু করে দেশের যুব সমাজকে বিভ্রান্ত করছে। কংগ্রেস দল চায় দেশের যুবকদের নিয়ে খেলা না করা হোক।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থ দিনের জন্য রাহুল গান্ধীকে ইডি তলব করেছে। ইডি-র এই জিজ্ঞাসাবাদকে বেআইনি বলে ঘোষণা করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে কংগ্রেস।