নয়াদিল্লি, ২০ জুন (হি. স.) : পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যায় এবার গুজরাটের কছ থেকে আরও তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল । ওই দুষ্কৃতীদের কাছ থেকে গ্রেনেড-সহ একাধিক বিস্ফোরক উদ্ধার হয়েছে।ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা জানিয়েছে, এদিন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল হরিয়ানার সোনিপতের বাসিন্দা প্রিয়ব্রত আলিয়াস ফৌজি (২৬), হরিয়ানারই ঝাজিজার জেলার কাশিশ (২৪) ও ভাটিন্ডা পাঞ্জাবের বাসিন্দা কেশব কুমার (২৯)। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, এদের মধ্যে দু’জন সিধু মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত শুটার। তিন দুষ্কৃতীর থেকে উদ্ধার হয়েছে ৮টি গ্রেনেড, ৯টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩টি পিস্তল এবং একটি অ্যাসল্ট রাইফেল। দুষ্কৃতীদের কাছে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চমকে গিয়েছে পুলিশ। তারা গ্রেনেড, ডেটোনেটরের মত বিস্ফোরক কোথা থেকে পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ২৯ মে মানসায় মুসে ওয়ালার উপর হামলা চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। মুসে ওয়ালার খুনের পরই আঙুল ওঠে গ্যাংস্টার লরেন্স এবং তার সহযোগী গোল্ডির বিরুদ্ধে। বুধবারই তিহাড় জেল থেকে পঞ্জাবে নিয়ে আসা হয়েছে লরেন্সকে।