BRAKING NEWS

Flood :শিলচর শহরে জলপ্লাবণ, বন্যার্তদের উদ্ধারে নেমেছে সেনা ও এনডিআরএফ

শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরে বন্যার তাণ্ডব শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে বিলপার, পাবলিক স্কুল রোড, শ্যামানন্দ আশ্রমরোড, রাঙিরখাড়ি-সোনাইরোড প্রভৃতি এলাকায় জলবন্দিদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও এনডিআরএফ। মোটর বোট নিয়ে দুই বাহিনীর জওয়ানরা বন্যার জলে আবদ্ধদের উদ্ধার করছেন।

এদিকে শিলচর শহর সহ জেলার সব বিবাহ ভবন, কমিউনিটি হল, সরকারি ও বেসরকারি স্কুল ইত্যাদিকে ত্রাণশিবির বলে ঘোষণা করেছেন জেলাশাসক কীর্তি জল্লি। বন্যাক্রান্তদের যে কোনও ধরনের সহায়তায় টোল-ফ্রি নম্বর ১০৭৭ জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া চালু করা হয়েছে লাইফবোটের জন্য ৯৫০৮৫০৫২২৯, রিলিফের জন্য ৯৪০১৬২৪১৪১ এবং জেলা দুর্যোগ মোকাবিলা দফতরের (০৩৮৪২) ২৩৯২৪৯/২৩৪০০৫ নম্বর।

এমনিতেই গত চারদিন ধরে শিলচরের মালুগ্রাম, ইটখলা, সোনাইরোড সহ জেলার বিভিন্ন শহর ও গ্রামাঞ্চল বন্যার জলে প্লাবিত হচ্ছিল। আজ সোমবার সকাল থেকে শিলচরের নতুন নতুন এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে। শিলচর শহরের প্রাণকেন্দ্র বিলপার, শ্যামানন্দ আশ্রমরোড, পাবলিক স্কুল রোড, চামড়া গুদাম, ফাটকবাজার ও সোনাইরোড এলাকায় চার থেকে ছয় ফুট উঁচু দিয়ে জল বইছে। অধিকাংশ বাজার, দোকানপাট জলের ওপর ভাসছে। বাজারে ক্রেতা-বিক্রেতা নেই। খাদ্যদ্রব্য আকাল। আকাশছোঁয়া খাদ্যসামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *