Manik Sarkar :রেগায় দুর্নীতির অভিযোগ তুলে মানিক সরকারের দাবি রোজগারের সমস্যায় আছেন রাজ্যের মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  সিপিআইএম প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলাগুলো পরিদর্শন করে সেখানে সভা করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনজীবনের বিভিন্ন অসুবিধা সুবিধা গুলি যাচাই করেছে৷ পরবর্তী সময়ে ওইসব জেলার জেলা শাসকের কাছে সাধারণ মানুষের প্রয়োজনগুলি নিয়ে এক স্মারক লিপি তুলে দিয়েছেন৷ সোমবারে প্রক্রিয়াটি শেষ হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

আটটি জেলা, ২৩টি  মহকুমা এবং ৫৮ টির মধ্যে ৫৭ টি ব্লকে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি ব্লকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি৷ প্রায় এক মাসের সাত দিন ধরে এই প্রক্রিয়াটি চলেছে৷ সারা রাজ্য চষে বেড়ানোর পর সিপিআইএম দলের অভিজ্ঞতা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
মানিক সরকারের কথায়, কাজ, রোজগার, খাদ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা ব্লক এবং নগর এলাকা থেকে উঠে এসেছে৷ কাজ পাচ্ছেন না ফলে খাদ্যের যোগান দিতে সমস্যা হচ্ছে মানুষের৷ অনাহারে-অর্ধাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে৷ আত্মহত্যার সংখ্যা বাড়ছে৷ রেগায় দুর্নীতি চলছে বলে অভিযোগ উঠে এসেছে সাধারণ মানুষ থেকে৷ যাদের শ্রম কার্ড রয়েছে তারা রেগার কাজ পাচ্ছেন না বলে অভিযোগ৷ যারা প্রকৃতপক্ষে কোন কাজ করেনি তাদের জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে৷

সরকারের কাছে রেগায় ৬৫-৭০ দিন কাজের রিপোর্ট গেলেও বাস্তবে ২৫-৩০ দিনই কাজ হয়েছে বলে দাবি৷ রেগায় দৈনিক মজুরি ২১২ টাকা হলেও বাস্তবে তারা ১২০-১৩০ টাকার বেশি পাচ্ছেন না অভিযোগ করেছেন শ্রমিকেরা৷ টুয়েপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা৷ এছাড়াও রাজ্যের জনগণের একটি মারাত্মক সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা৷ মানিক সরকারের কথায় বাম আমলে আটটি জাতীয় সড়কের কাজ শুরু হয়েছিল৷ বর্তমানেও সেই কাজগুলি কচ্ছপের গতিতে চলছে৷ নতুন কোন রাস্তা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি৷ রাস্তার করুন দশায় প্রতিদিন নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ৷ তবে দপ্তরের কোন ভূমিকা নেই৷ এছাড়া উঠে এসেছে বিদ্যুতের সমস্যা৷ বিদ্যুতের তালবাহানায় নাজেহাল মানুষ৷ ব্লক থেকে শুরু করে নগরবাসী প্রত্যেকেই বিদ্যুতের চপলতায় অতিষ্ঠ৷ বিদ্যুৎ দপ্তরে ফোন করলে কোথাও ফোন ধরছেনা তো কোথাও বিভিন্ন বাহানা করছেন তারা৷ এছাড়াও এদিন মানিক সরকার আরও বলেন, গ্রামের মানুষের যারা মৎস্যচাষী হিসেবে পরিচিত তাদেরকে সরকারি কোন সাহায্য দেওয়া হচ্ছে না৷ এমনই অভিযোগ রাজ্যের বিভিন্ন এলাকার জনগণের৷ সুবিধাভোগীর ক্ষেত্রেও অবহেলার চিত্র উঠে এসেছে রাজ্য থেকে৷

এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে গতকাল রাতে কংগ্রেস নেতা তথা প্রার্থী সুদীপ রায় বর্মন এর উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ রাজ্য নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি করে তার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *