Mountain Collapse : পাহাড়ের ধস পড়ে গুরুতর আহত নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  খোয়াই মহাকুমার নমোঞ্জয় পাড়ায় বাড়ির উঠানে অন্যান্য শিশুদের নিয়ে খেলতে গিয়ে টিলার মাটি ধসে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছে এক নাবালিকা৷ ঘটনার বিবরণে জানা যায়,টানা বৃষ্টিতে তুলাশিখরের নমোঞ্জয় পাড়ায়য ধস পড়েছে৷ মাটি চাপা পড়ে আহত হয়েছে এক নাবালিকা৷ মাটির নিচ থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কল্যাণপুর প্রাথমিক হাসপাতলে নিয়ে গেলে   কর্তব্যরত চিকিৎসক সাথে সাথেই খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করে দেন৷তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে৷ পাহাড়ে নামছে ধস৷ রবিবার ভোর থেকে বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি হয়৷ ভারী বৃষ্টিপাতের ফলে তুলাশিখরের নমোঞ্জয় পাড়া এলাকায় ধস পড়েছে৷ ধসের চাপা পড়ে গুরুতর আহত হন ১২ বছরের নাবালিকা৷খোয়াই মহকুমার অন্তর্গত তুলাশিখরের নমোঞ্জয় পাড়া এলাকার  বাসিন্দা পবেন্দ্র দেববর্মার নাবালিকা কন্যা  শালিকা দেববর্মা রবিবার  বৃষ্টি থামার পর  পাড়া প্রতিবেশী অন্য শিশুদের নিয়ে নিজ বাড়ির উঠোনে খেলা করছিল৷ আচমকা এই সময় বাড়ির ঘেষা উঁচু টিলা থেকে মাটির ধস পরে শালিকার উপর৷ তখন অন্য শিশুদের চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশী ছুটে আসে৷ মাটির নিচ থেকে শালিকাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে  কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাকে খোয়াই জেলা হাসপাতালে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চেনা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়৷
ত্তত্তত্তত্তত্তত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *