Dr Himanta Biswa Sarma : কংগ্রেস বাতিল নোট, দলবদলু নেতাকে যোগ্য জবাব দিন, উপনির্বাচনের প্রচারে ঝড় অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার

আগরতলা, ১৯ জুন (হি. স.) : উপনির্বাচনের প্রচারে ত্রিপুরায় এসে ঝড় তুললেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসকে সমালোচনায় বিঁধলেন। সাথে বিজেপিত্যাগী বিধায়কদের এক হাত নিয়েছেন। তিনি উষ্মা প্রকাশ  করে বলেন, দলীয় নেতা কর্মীদের আপত্তি সত্বেও যাঁকে সম্মান দিয়েছে বিজেপি। এমনকি মন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্ত, প্রথম দিন থেকেই বিজেপির সর্বনাশ হোক চেয়েছেন তিনি। নাম না করেই সুদীপ রায় বর্মনকে এক হাত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। সাথে তাঁর কটাক্ষ, কংগ্রেস পুরনো নোট, তাই দেশের মানুষ ওই দলকে হাতে নিতে চাইছেন না। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অসমের মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটেছে। তাঁর নির্ধারিত সমস্ত কর্মসূচী বাতিল হয়েছে। শেষে সন্ধ্যায় ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নিয়ে তিনি ফিরে গেছেন।

এদিন সকালেই আগরতলায় আসেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বিমান বন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। এদিন তাঁর চারটি কর্মসূচীতে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্ত, ভারী বর্ষণের জেরে সমস্ত কর্মসূচী বাতিল করতে হয়েছে। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে সভায় তিনি আগরতলা থেকে টেলিফোনে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

এদিন সন্ধ্যায় তিনি হিন্দি স্কুলে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের সভায় অংশ নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই দেশ কোভিডের প্রকোপ থেকে বাঁচতে পেরেছে। কংগ্রেসের দুর্নীতির জন্য পিছিয়ে পরা দেশ আজ তাঁর দিশা নির্দেশনায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর থেকে দেশে নির্বাচনে জয়ী হতে পারেনি কংগ্রেস। অসম, মণিপুর, ত্রিপুরা অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে কংগ্রেসকে পরাজিত করেছে বিজেপি। তিনি জোর গলায় বলেন, উন্নয়নের প্রশ্নে দেশবাসী বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করছেন।

তাঁর কটাক্ষ, আরবিআই পুরনো নোট বাতিল করেছে। তাই, মানুষ পুরনো নোট ব্যাবহার করেন না। তেমনি, কংগ্রেসের অবস্থায় পুরনো নোটের মতোই হয়েছে। তাই, দেশবাসী কংগ্রেসকে হাতে নিতে চাইছেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেসের দুর্নীতির কারণেই দেশ ৭৫ বছর পিছিয়ে গেছে।

এদিন তিনি ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ওই কেন্দ্রে বিজেপিত্যাগী বিধায়ককে একহাত নিয়েছেন। তিনি বলেন, দলবদলু নেতাকে বিজেপিতে সামিল না করার জন্য দলীয় নেতা কর্মীরা অনুরোধ করেছিলেন। তাঁদের আপত্তি সত্বেও দলবদলু নেতাকে বিজেপিতে সামিল করা হয়েছিল এবং সম্মানের সাথে প্রার্থী করেছিল বিজেপি। শুধু তাই নয়, ভোটে জেতার পর তাঁকে মন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্ত, প্রথম দিন থেকেই ওই নেতা বিজেপির সর্বনাশ হোক চেয়েছেন। সুদীপ রায় বর্মনের নাম না করে অসমের মুখ্যমন্ত্রী এভাবেই বিঁধেছেন।

তাঁর আবেদন, উন্নয়নের দিশায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপনির্বাচনে দলবদলু নেতাদের যোগ্য জবাব দিন। বিজেপি প্রার্থীকে জয়ী এই দলকে আরো শক্তিশালী করুন। তাঁর বিশ্বাস, উপনির্বাচনে বিজেপি প্রত্যাশা ছাপিয়ে ফলাফল করবে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *