গ্যাংটক, ১৭ জুন ( হি. স.) : ‘অগ্নিপথ প্রকল্প’-র প্রশংসা করে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ঘোষণা করেছেন, সিকিম সরকার সেনাবাহিনীতে চার বছর পূর্ণ করার পরে অগ্নিবীরদের বিভিন্ন পুলিশ পরিষেবায় নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী তামাং বলেন, ‘অগ্নিপথ যোজনা’ শুরু করার সিদ্ধান্ত প্রশংসনীয়। এই প্রকল্পটি গত দুই বছরে সশস্ত্র বাহিনীর ঘাটতি পূরণ করবে এবং আমাদের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও খুলে দেবে। তিনি ঘোষণা করেন, সিকিম সরকার সেনাবাহিনীতে তার চার বছরের মেয়াদ শেষ করার পরে রাজ্যের অগ্নিবীরকে বিভিন্ন পুলিশ পরিষেবায় নিয়োগ দেবে।
কেন্দ্রের এই পরিকল্পনা এবং দূরদর্শী সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে এবং যুবরাও কর্মসংস্থানের সুযোগ পাবে।