BRAKING NEWS

Drinking Water Crisis :মুঙ্গিয়াকামীর ৪৭ মাইল এলাকায় পানীয় জলের সংকট তীব্র

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷  সুখা মরশুম কিংবা বর্ষাকালেও তীব্র পানীয় জলের সমস্যায় ভোগছে প্রত্যন্ত এলাকার পাহাড়ী জনপদে বসবাসকারী গিরিবাসীরা৷ দীর্ঘ বছর ধরে পানীয় জলের অভাবে জর্জরিত সমস্যায় ভোগলেও সমস্যা নিরসনের উদ্যোগ নেই এমনই অভিযোগ প্রত্যন্ত এলাকা গিরিবাসীদের৷ ঘটনা মুংগিয়াকামি  ব্লকের  আঠারোমুড়া এ ডি সি ভিলেজের ৪৭ মাইল এলাকার মনিজয় রিয়াং পাড়ায়৷

এলাকাটি মূলতঃ রিয়াং জনজাতিদের সম্প্রদায়ের গিরিবাসীদের বসবাস৷ ওই এলাকায় অধিকাংশ পরিবারের জুমিয়া৷এলাকাটিতে বর্তমানে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন যাবৎ চলে আসছে৷ কিছু কিছু জায়গায় পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছানো হয়েছিল৷ কিন্তু সেগুলো বর্তমানে না থাকার মত অবস্থায় পরিনত৷  এখন একমাত্র ভরসা গাড়ির মাধ্যমে ডি ডাব্লিউ এস দপ্তরের তরফে যে জল সববরাহ করা হয় সেই জল৷ অভিযোগ ডি ডাব্লিউ এস দপ্তরের তরফে নিয়মিত জল সরবরাহ করা হয় না৷ এলাকার মহিলাদের অভিযোগ একদিন জল দিলে দু-তিন দিন জল পৌঁছায় না এলাকায়৷ তাও যে পরিমানে জল দেওয়া হয় তা দিয়ে তাদের সংকুলান হচ্ছেনা৷ অগত্বা বাধ্য হয়ে এলাকার গিরিবাসীরা ছড়ার জল কিংবা পাহাড়ের গা চুসে পড়া জল দিয়েই দিনের প্রয়োজন মেটাচ্ছে৷ আর এই অপরিশ্রুত জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে ওই এলাকায় বসবাসকারী জনগণের৷ 

তাদের আরও অভিযোগ, প্রতিবছর এক জায়গায় জল পাওয়া যায় না৷জলের জন্য বছর বছর এ পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠে যেতে হয় তাদের৷ স্নানের জল থেকে শুরু করে পানীয় জল এর ব্যবস্থা একমাত্র পূর্বপুরুষদের শেখানো পথ অনুসারে করে বেঁচে থাকার সংগ্রামে রয়েছেন তারা৷ এলাকবাসীর তরফে দাবি উঠছে অতি দ্রুত তাদের পানীয় জলের সমস্যার সমাধানের যেন ব্যবস্থা করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *