Rain: বৃষ্টিতে আবারও স্বস্তি পেল দিল্লি-এনসিআর, আপাতত চলবে প্রাক-বর্ষার বৃষ্টি

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): প্রাক-বর্ষার বৃষ্টিতে আবারও ভিজল রাজধানী দিল্লি। শুক্রবার সকালে দিল্লি ও জাতীয় রাজধানী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী, তবে, বর্ষণের জেরে রাস্তায় জমে যায় জল। ফলে সকালের দিকে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। বৃষ্টির সৌজন্যে শুক্রবারও মনোরম পরিবেশ ফিরে পেল দিল্লি।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন এভাবেই বৃষ্টি হবে দিল্লিতে। এই বৃষ্টিতে প্রাক-বর্ষার বৃষ্টি বলছেন আবহবিদরা। বৃষ্টির কৃপায় আগামী কিছুদিন তাপপ্রবাহ দিল্লির থেকে অনেকটাই দূরে থাকবে। আগামী ৫ দিন কখনও মাঝারি তো কখনও ভারী বৃষ্টিপাত হবে দিল্লি ও জাতীয় রাজধানী এলাকায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি লাগোয়া রাজ্যগুলিতেও।