Waterlogged Road : জলমগ্ন রাস্তায় বিকল বাস, ৩৭ জন ছাত্রী উদ্ধার, চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ১৭ জুন (হি. স.) : চালকের গাফিলতির কারণে জলমগ্ন শহরে স্কুল পড়ুয়া ছাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। দমকল বাহিনীর কর্মীদের তত্পরতায় ৩৭ জন ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃষ্টির জলে বাসের অর্ধেকের বেশি ডুবে যাচ্ছে দেখেও চালকও কেন ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই প্রশ্ন উঠেছে। স্কুলের প্রিন্সিপালের দাবি, ছাত্রী নিয়ে বাস স্বাভাবিকভাবেই যাচ্ছিল। কিন্ত, জলমগ্ন রাস্তায় হটাৎ ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। তাই, বিপত্তি দেখা দিয়েছিল। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীর কর্মীরা ভীষণ সহায়তা করেছেন।

আজ সকাল থেকে ভারী বর্ষণে আগরতলায় বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। তাতে, স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে। রাজধানীর আর এম এস চৌমুহনী এলাকায় ভীষণ জল থাকা সত্বেও স্কুল পড়ুয়া ছাত্রীদের নিয়ে ওই রাস্তা দিয়েই যান অক্সিলিয়াম স্কুলের বাস চালক। জলমগ্ন রাস্তায় বাস প্রায় অর্ধেকের বেশি ডুবে যেতেই দেখা দেয় বিপত্তি। হটাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে, জলমগ্ন মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ওই বাস।

ওই বাসে স্কুলের ৩৭ জন ছাত্রী ছিল। কিন্ত, সবচেয়ে ভয়ের কারণ ছিল, পাশের বিদ্যুতের ট্রান্সফরমার। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাসের থেকে বেশি দূরত্বে ছিল না ওই ট্রান্সফরমার। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে ছাত্রীদের উদ্ধার করেন এবং বাসটি জলমগ্ন রাস্তা থেকে সরাতে সহায়তা করেন।প্রশ্ন উঠেছে, জলমগ্ন রাস্তায় জলের গভীরতা বোঝা সত্বেও ওই পথে ঝুঁকি নিয়ে কেন গেলেন বাস চালক, তার উত্তর পাওয়া যায়নি। স্কুলের প্রিন্সিপালের বক্তব্য, ছাত্রীদের নিয়ে বাস স্বাভাবিকভাবেই যাচ্ছিল। কিন্ত, রাস্তায় হটাৎ ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। তাই, বিপত্তি দেখা দিয়েছিল। পরবর্তীতে দমকল কর্মীরা ছাত্রীদের উদ্ধার করেছেন এবং আরেকটি বাস এসে তাঁদের বাড়িতে পৌছে দিয়েছে।