ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো বাইখোরা স্কুল। ৮৫ রানে পরাজিত করলো ব্রিন্তক সামাজিক সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিতে ম্যাচে বাইখোরার গড়া ১৬৯ রানের জবাবে ব্রিন্তক সামাজিক সংস্থা ৮৪ রান করতে সক্ষম হয়। এদিন সকালে টসে জয়লাভ করে ব্রিন্তক সামাজিক সংস্থা প্রথমে ব্যাট করার জন্য বাইখোরা স্কুলকে আমন্ত্রণ জানায়। মুষলধারে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ১৫ করা হয়। প্রথমে ব্যাট করে বাইখোরা স্কুল নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। দলের পক্ষে অর্পন মুড়াসিং ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, বিপ্লব বনিক ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,অনুরাগ দেবনাথ ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং সৈকত পাল ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ (অপ:) রান করে। দল অতিরিক্ত খাতে পায ৩৩ রান। ব্রিন্তক সামাজিক সংস্থার পক্ষে রাকেশ বিশ্বাস (৩/৪৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্রিন্তক সামাজিক সংস্থা নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার রিয়াজ মগ ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বাইখোরা স্কুলের পক্ষে শোহম দাস (৩/১১) এবং দেবজিৎ সিনহা (২/২১) সফল বোলার।
2022-06-16