Covid Infection: কোভিড-সংক্রমণ বেড়ে ৯৯-হাজারের বেশি, আমেরিকায় একদিনে মৃত্যু ৩০৫ জনের

ওয়াশিংটন, ১৬ জুন (হি.স.): আমেরিকায় কোভিড-সংক্রমণ একধাক্কায় অনেকটাই বাড়ল, মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ১০ লক্ষ ৩৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ১০০ জন, আমেরিকায় এযাবৎ ৮৭,৭৫৯,১৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০৫ জনের। নতুন করে ৩০৫ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১০ লক্ষ ৩৭ হাজার ৬৬৪ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৮৩,৫০৫,১১১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৩,২১৬,৪০৫-এ পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *