ঢাকা, ১৬ জুন (হি. স.) : বাংলাদেশে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৩৫৭ জন। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
নতুন করে আক্রান্তের মধ্যে ৩২৮ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। এক লাফে সংক্রমণ হার ৫ দশমিক ৭৬ শতাংশে পৌঁছে গিয়েছে। অর্থাৎ প্রতি ১৮ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে করোনা ক্রমশ বাড়ছে। পড়শি দেশগুলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই এখনও যারা বুস্টার ডোজ নেননি, তাঁদের অনুরোধ করছি দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন। কেননা, বুস্টার ডোজ নেওয়া থাকলে মৃত্যুঝুঁকি নেই বললেই চলে।’ এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মারণ ভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই রয়েছে।’