জম্মু, ১৬ জুন ( হি. স.) : টানা তিনদিন কুলগামে অপারেশনে দুই জঙ্গি খতম হয়েছে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার একথা জানান। কুলগাম জেলার গোয়ালপোরা এলাকায় সরকারি হাইস্কুলে ঢুকে অ-কাশ্মীরি শিক্ষিকা রজনী বালা হত্যায় জড়িত ছিল এরা। আইজি আরও জানান, এখনও দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিকে অনন্তনাগে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও এদিন বাহিনী ১৫ কেজি আইইডি উদ্ধার করেছে। জঙ্গিরা উপত্যকায় বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল। বিস্ফোরক উদ্ধারে সেই ছক বানচাল করে দেওয়া গিয়েছে।
কুলগামে রজনী বালার খুনিদের খবর পেয়েই মঙ্গলবারই মিশিপুরা এলাকা ঘিরে ফেলে পুলিশ, সেনা ও আধা সেনার জওয়ানরা। অন্যদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নতুন করে আর একটি সংঘর্ষ শুরু হয়েছে। দুই হিজবুল জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে পুলিষ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মে জম্মুর ৩৬ বছর বয়সি মহিলা রজনী বালাকে তাঁর স্কুলের সামনে হত্যা করে জঙ্গিরা। এর আগে বুধবারই অ-কাশ্মীরি ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের ঘটনায় জড়িত লস্কর জঙ্গিদের গুলি করে নিকেশ করে পুলিশ।