নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ বুধবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধাবল্লব দেবনাথ, রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা৷ সম্মেলনে রাজ্য সম্পাদক শ্যামল দে জানিয়েছেন , আগামী ২৩ শে জুন রাজ্যে উপনির্বাচন৷ এই উপনির্বাচনে চারটি কেন্দ্রের ভোটারগণ যেন বাম সমর্থিত প্রার্থীদের ভোট প্রদান করে বিপুল ভোটে জয়যুক্ত করেন সেই আহ্বান করা হয়৷ এছাড়া বেশ কয়েকটি সাংগঠনিক বিষয় নিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনা করা হয়েছে৷
ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে জানিয়েছেন, সাংগঠনিক বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো গোটা ত্রিপুরা রাজ্যে স্থানীয় দাবিগুল নিয়ে আন্দোলন সংঘটিত করবে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন৷ এই জুন মাসেই খেতমজুর ইউনিয়ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে সরব হবে বলে জানিয়েছেন এদিন৷ এছাড়াও আগামী ১লা আগস্ট ২৮ দফা দাবির ভিত্তিতে দেশজুড়ে আন্দোলন করবে খেতমজুর ইউনিয়ন৷ রাজের আটটি জেলাতেই এ কর্মসূচি পালন হবে বলে জানা গেছে এই দিন৷ ২০২১ – ২০২২ সাংগঠনিক বছরে ১ লক্ষ ৫ হাজার ৬৮৩ সভ্য পদ করা হয়েছে৷ যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি৷ আগামী সাংগঠনিক বছর অর্থাৎ ২০২২-২০২৩ এ এই সভ্য পদ ১৫-২০ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের আটটি জেলায় মোট ৯৬৭ টি প্রাথমিক কমিটি রয়েছে৷ এ প্রাথমিক কমিটিগুলির এলাকায় যারা ক্ষেতমজুর অংশের মানুষ রয়েছেন তাদের মধ্যে লিফলেট বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন৷ এই সাংগঠনিক বিষয়গুলি আগামী দিনে বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে৷