নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিয়োগ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং বলেছেন, সিডিএস নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। যাবতীয় প্রক্রিয়া চলছে।
২০২১ সালের ডিসেম্বর মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বিপিন রাওয়াতের মৃত্যুর প্রায় ৬ মাস পর এ বিষয়ে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ কে হবেন, তা নিয়ে যাবতীয় প্রক্রিয়া চলছে বলে এদিন জানিয়েছেন রাজনাথ সিং।