তেলিয়ামুড়া, ১৪ জুন : নিজ ঘরেই এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনা সোমবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়।
জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার তেলিয়ামুড়া কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী পাপিয়া ঘোষ তার মার সাথে বসে অন্যান্য দিনের মত সকালে খাওয়া-দাওয়া করেন এবং পরে প্রতিদিনের মতো নিজের ঘরে চলে যাযন। ছাত্রীটির মা কাজ সেরে গিয়ে দরজা বন্ধ দেখে কড়া নাড়েন। মেয়ের কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেন এবং ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়ের দেহ দেখতে পান। মেয়ের ঝুলন্ত দেহ দেখে মায়ের চিত্কার শুনে বাড়ির অন্যান্য সদস্য সহ প্রতিবেশীরা ছুটে আসেন।
সকলে মিলে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে আসে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।