জলে ভাসছে গুয়াহাটি, মহানগরের প্রায় ৭০ শতাংশ এলাকায় কৃত্ৰিম জলপ্লাবণ, জনদুর্ভোগ চরমে

গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : জলে ভাসছে গুয়াহাটি মহানগর। জল-থই-থই রাজপথ থেকে অলি-গলি। মহানগরের প্রায় ৭০ শতাংশ এলাকা কৃত্ৰিম জলপ্লাবণের কবলে পড়ে নাগরিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার এই খবর লেখা পর্যন্ত অবিরাম মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে গুয়াহাটি সহ গোটা অসম সহ পার্শ্ববর্তী রাজ্যে। কয়েকটি উঁচু এলাকা ছাড়া যেদিকে চোখ যায় মনে যেন গুয়াহাটি মহানগর মহাসাগরে পরিণত হয়েছে। অধিকাংশ এলাকার মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। নেহাৎ জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বেরোচ্ছেন না। ইতিমধ্যে আজ সকালেই কামরূপ মহানগর জেলা প্রশাসন জরুরি কাজ ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে বের হতে বারণ করে সতর্কবার্তা জারি করেছে।

এমনিতেই মাসখানেক থেকে গুয়াহাটির বেশ কয়েকটি এলাকা জলাবদ্ধ। তার ওপর গত রাতে কয়েকঘণ্টা মুষলধারা এবং আজ সকাল থেকে থেমে থেমে ধারা বর্ষণে মহানগরের নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু অলি-গলি ছাড়া মহানগরের ব্যস্ততম এলাকা গুয়াহাটি রেলওয়ে স্টেশন, পানবাজার, ফ্যান্সিবাজার, বেলতলা সার্ভে, চাঁদমারি, হাতিগাঁও, জু রোড, রাজগড় রোড, ছয়মাইল, ডাউনটাউন, রুক্মিণীগাঁও, নুনমাটি, নারেঙ্গি, বমুনিমৈদাম, গান্ধীবস্তি, অনিলনগর, নবীন নগরের বিস্তীর্ণ এলাকা মহাসাগরে পরিণত হয়েছে। ফলে স্কুল-কলেজ ও অফিস-আদালতে পৌঁছতে পারেরনি অসংখ্য মানুষ।

নিতান্ত অতি-প্রয়োজনীয় কাজে যে সকল মানুষ তাঁদের ছোট গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাঁরা পড়েছেন ব্যাপক জ্যামে। দূরদূরান্ত থেকে বহু মানুষ গুয়াহাটি আসতে পারছেন না। মহানগরের বাইরে আবদ্ধ হয়ে পড়েছেন তাঁরা। এঁদের মধ্যে বহু রোগী, ট্রেন ও বিমান যাত্রীও রয়েছেন। জানা গেছে, সময়মতো রেলস্টেশন ও বিমানবন্দরে পৌঁছতে না পারায় বহুজনের ট্রেন ও বিমানের টিকিট বাতিল হয়ে গেছে। বিগতদিনের রেকর্ড বলছে, আজকের মহানগরে কৃত্রিম জলপ্লাবণ সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।