কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি গুয়াহাটিতেও, আটক বিরোধী দলনেতা দেবব্ৰত, প্রদেশ সভাপতি ভূপেন সহ বহু নেতা

গুয়াহাটি, ১৩ জুন (হি.স.) : দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর সমন জারির প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি অসমেও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজধানী গুয়াহাটিতে রাজীব ভবন-এর সামনে প্ৰতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দলের প্রদেশ সভাপতি ভূপেনকুমার বরা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ আব্দুল খালেক, বিধায়ক জাকির হুসেন সিকদার সহ বহু নেতা ও কর্মী।

গোটা দেশের সাথে গুয়াহাটিতেও কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিবাদী কর্মসূচি পালন করবেন, আগাম খবর ছিল পুলিশ প্রশাসনের কাছে। সে অনুযায়ী আজ সকাল থেকে রাজীব ভবন সব সম্ভাব্য সর্বত্র বিপুল সংখ্যার পুলিশ, আদাসেনা মোতায়েন করা হয়েছিল। গুয়াহাটিতে সশরীরে পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন খোদ স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং (জিপি সিং)।

রাজীব ভবন প্রাঙ্গণ থেকে কংগ্ৰেসের নেতা কর্মীরা প্ৰতিবাদী মিছিল বের করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

এদিকে আটক করার পর বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, বিজেপি সরকার গণতন্ত্ৰকে পদদলিত করেছে। গণতান্ত্ৰিক অধিকার খৰ্ব করতে হিমন্তবিশ্ব শৰ্মা পুলিশকে লাইসেন্স দিয়ে রেখেছেন। তিনি বলেন, ভাঙাগড় ফ্লাইঅভারের কাছ থেকে আটক করা হয়েছে। শইকিয়ার অভিযোগ, মনগড়া মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে সমন জারে করেছে ইডি। অথচ ২০১৫ সালেই এই মামলায় তাঁদের ক্লিনচিট দিয়েছে ইডি, বলেন দেবব্রত।