নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : করোনা আক্রান্ত সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করানো হল। বেশ কিছু দিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন কংগ্রেসের সভানেত্রী। রবিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা রণদীপ সূর্যেওয়ালা।
টুইট করে কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়াকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবারই তাঁকে ভর্তি করানো হয়। কোভিড সংক্রান্ত জটিলতা হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’