Mamata tweet :সোনিয়া গান্ধীর আরোগ্য কামনা করে টুইট মমতার

কলকাতা, ১২ জুন (হি.স.): করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধীর আরোগ্য কামনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টুইটারে তিনি ‘কংগ্রেস সভানেত্রীর আরোগ্য কামনা করেন ।

রবিবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবেমাত্র শুনেছি। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন, সোনিয়াজি।’
গত ২ জুন করোনা ধরে পড়ে সোনিয়ার৷রবিবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক জটিলতার কারণে সোনিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে৷ তবে সোনিয়া এখন স্থিতিশীল৷ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *