কলকাতা, ১২ জুন ( হি. স.) : পানিহাটি দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। তীব্র গরমে মৃত্যু তিনজনের। অসুস্থ আরও ১৫ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মমতা লিখেছেন, পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে তাপ ও আর্দ্রতার কারণে তিনজন বৃদ্ধ ভক্তের মৃত্যুর খবর পেয়ে মর্মাহত। পুলিশ কমিশনার এবং জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের সমস্ত সাহায্য করা হচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।