Covid19 : ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত ৮,৫৮২ জন

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : লাগাতার যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে দেশে করোনার চতুর্থ ঢেউয়ে আশঙ্কাই মাথাচাড়া দিচ্ছে। নতুন করে দেশের প্রায় সব প্রান্তেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে মুম্বই, দিল্লির মতো শহরে হু হু করে আক্রান্ত বাড়ছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন। এই নিয়ে পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্ত ৮ হাজারের বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৪৪ হাজার ৫১৩ জন। যা গতকালের থেকে ৪ হাজার ১৪৩ জন বেশি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এই সংখ্যাটাই খানিকটা স্বস্তির। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৬১ জন।
করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৪ হাজার ৪৩৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৮ শতাংশ।

এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।