Assam : কারবি আংলং স্বশাসিত পরিষদে নিরঙ্কুশের পথে বিজেপি, ২৬-এর মধ্যে ২৪-এ এগিয়ে, খরকুটো কংগ্রেস, চলছে ভোটগণনা

ডিফু (অসম), ১২ জুন (হি.স.) : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে কারবি আংলং স্বশাসিত পরিষদ। এই খবর লেখা পর্যন্ত ২৬ আসনের পরিষদের প্রায় সব কয়টিতে ব্যাপক ব্যবধানে দ্রতগতিতে এগিয়ে চলেছেন বিজেপি-প্রার্থীরা। ইতিমধ্যে সরকারিভাবে চারটি আসনে বিজেপি-প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। বাকি ২০টি আসনে নিশ্চিত জয়ের পথে বিজেপি-প্রার্থীরা। তবে অবাক করার বিষয়, প্রায় সব আসনে খরকুটোর মতো উড়ে গেছে কংগ্রেস। খাতা খোলার সম্ভাবনা দূর-অস্ত্, প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও আসতে পারছেন না দলীয় প্রার্থীরা। অবশ্য আঞ্চলিক দু একটি দল কিছুটা দম দেখাতে সক্ষম হচ্ছে। ভোটগণনা চলছে।

আজ ১২ জুন নির্ধারিত সকাল সাতটার পরিবর্তে কিছুটা দেরিতে কারবি আংলং স্বশাসিত পরিষদীয় নিৰ্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পরিষদের অন্তর্গত দুই জেলার ডিফু, বোকাজান এবং হামরেনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চলছে ভোটগণনা। ব্যালট পেপারে ভোট হওয়ায় গণনায় কিছুটা বিলম্ব হচ্ছে।

গত ৮ জুন ২৬ আসনের কারবি আংলং স্বশাসিত পরিষদের ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার ছিলেন ৭,৪০,০৬০ জন। ভোট পড়েছিল ৭৭.৯৬ শতাংশ। ৭৭.৯৬ শতাংশ ভোটারের হাতে ভাগ্যবন্দি হয়েছে ১৪ জন মহিলা সহ ১৫৪ জন প্রার্থীর। উল্লেখ্য, ক্ষমতাসীন বিজেপি ২৬টি আসনে, কংগ্রেস ২৪টি, এএপিও ১০টি এবং সিপিআই (এমএল) ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

প্রসঙ্গত, মূলত মোট ৩০ জন পারিষদ নিয়ে গঠিত কারবি আংলং স্বশাসিত পরিষদ। তাঁদের মধ্যে কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং, উভয় জেলাকে অন্তর্ভুক্ত করে ২৬ জনকে নির্বাচিত করেন ভোটার-জনতা। বাকি চার সদস্য পদাধিকার বলে মনোনীত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *