কাবুল, ১২ জুন ( হি. স.) : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ছজন নিহত ও দুজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার পূর্ব কাবুলের আহমদ শাহ বাবা মিনা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়িতে বোমা রাখা হয়েছিল।
যদিও হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।