গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : ইতালীয় মহিলাদের ফ্যাশন ম্যাগাজিন গ্রাজিয়ার-এর ভারতীয় সংস্করণের প্রচ্ছদে ছাপা হয়েছে ভারতীয় অ্যাথলেট তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সার লভলিনা বড়গোহাঁইয়ের ছবি। এর আগে অসম তথা দেশের গর্ব লভলিনার ছবি মীরাবাই চানু ও পিভি সিন্ধুর সঙ্গে ভগ-এর প্রচ্ছদে প্রদর্শিত হয়েছে।
বক্সিং কিংবদন্তি বড়গোহাঁই এ বছরের অলিম্পিক গেমসে অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। তিনি অনেক শীর্ষস্থানীয় ফ্যাশন ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদেও স্থান লাভ করেছেন। কেবল তা-ই নয়, অলিম্পিকে পদক বিজয়ী লভলিনা বড়গোহাঁই ঐতিহ্যবাহী অসমিয়া ‘পাট’-শাড়ি পরে আজকাল রেম্পে হাঁটাহাঁটিও করেন।