Tripura : মাকে মেরে ঘর থেকে বের করে দিল ছেলে, সারারাত ড্রেনের ধাড়ে যন্ত্রনায় কাটিয়েছেন বৃদ্ধা

বিলোনিয়া, ১১ জুন : নিজ সন্তানের হাতে আক্রান্ত জন্মদাত্রী মা। সারা রাত বাড়ির বাইরে মাকে ফেলে রেখেছেন ছেলে, অভিযোগ এমনই। পরবর্তীতে বৃদ্ধার মেয়ে খবর পেয়ে ছুটে গিয়ে মাকে উদ্ধার করে নিয়ে গেছেন হাসপাতালে। বিলোনিয়া ঈশানচন্দ্র নগরের নতুননগর এলাকায় ওই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। অভিযুক্ত ছেলের নাম লিটন মুহুরী। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর মা মনিবালা দেবী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা উদয়পুর জেলা হাসপাতালে তাঁকে স্থানান্তর করেছেন।

ঘটনার বিবরণে বৃদ্ধা জানিয়েছেন, শুক্রবার রাতে তাঁর ছেলে লিটন মুহুরী প্রচন্ড তার তাঁকে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী ড্রেইনে ফেলে দিয়েছিল। সারারাত তিনি বাড়ির বাইরেই ছিলেন। শনিবার সকালে খবর পৌঁছায় তাঁর মেয়ে শিল্পী দত্ত মুহুরীর কাছে। খবর পেয়ে ঋষ্যমুখের হরিপুর থেকে ছুটে এসে আহত মাকে নিয়ে বিলোনিয়া হাসপাতালে ছুটে গেছেন তিনি। সেখান থেকে ওই বৃদ্ধাকে উদয়পুর  জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃদ্ধার মেয়ের অভিযোগ,  বিগত কয়েক বছর ধরে তার মাকে প্রচন্ডভাবে মারধর করে আসছে তার ছোট ভাই। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েতে জানালেও কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে শুক্রবার রাতে এই ধরনের ঘটনাটি ঘটেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে ছোট ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।     বৃদ্ধা মনিবালা দেবী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। গতকাল রাতে কোন কারণ ছাড়াই ছেলে তাঁকে প্রচন্ড মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *