জলে ডুবে নিখোজ যুবকের মৃতদেহ উদ্ধার

কুমারঘাট, ১১ জুন : মাছ ধরতে গিয়ে মনু নদীতে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে নদীতে তলিয়ে গিয়েছিলেন কার্যরাম রিয়াং। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। দমকল বাহিনী এবং এসডিআরএফের জওয়ানরা দেহ ব্যর্থ হওয়ার পর স্থানীয় জেলেদের নদীতে নামানো হয়েছিল। তাঁরাই আজ মৃতদেহ খুঁজে এনেছেন।  

শুক্রবার বিকেলে বেতছড়া এনসি পাড়ার বাসিন্দা কার্যরাম রিয়াং কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ীস্থীত মনু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় আচমকা তিনি নদীর জলে তলিয়ে যান। কিন্তু আশ্চর্য করার বিষয় হল স্থানীয় দমকল বাহিনীর কর্মী ও এনডিআরএফ-এর জওয়ানরা শুক্রবার রাত ও শনিবার সকালে নদীর জলে দফায় দফায় তল্লাসি অভিযান চালালেও তাঁর দেহ উদ্ধারে তারা ব্যর্থ হয়। শেষে আজ নদীতে নামানো হয় স্থানীয় একদল জেলেকে। তারা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সফলতা পেয়েছে। উদ্ধার করা হয়েছে কার্যরাম রিয়াং-এর দেহ।

দমকল বাহিনীর কর্মীরা কার্যরাম রিয়াং-এর দেহ কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেছেন। পরে মৃতদেহ পাঠানো হয় ফটিকরায় হাসপাতালের মর্গে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন ওই যুবকের পরিবারের লোকজন। দমকল বাহিনীর এক কর্মী জানিয়েছেন, যে স্থানে কার্যরাম রিয়াং জলে ডুবে ছিল তাঁর কিছুটা দূরে গিয়ে স্থানীয় জেলেরা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।