সিমলা, ১১ জুন (হি.স.) : শনিবার দশ হাজার ফুটেরও বেশি উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল অটল টানেল রোহটাং (এটিআর) পরিদর্শন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
শুক্রবার দুদিনের সফরে হিমাচল প্রদেশে পৌঁছেছেন রাষ্ট্রপতি। তিনি লাহৌল-স্পিতি জেলার লাহৌল উপত্যকার উত্তর পোর্টাল থেকে সুড়ঙ্গে প্রবেশ করেন এবং ৯.০২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কুল্লু জেলার মানালির দক্ষিণে পৌঁছেন। এদিন টানেল পরিদর্শন করার পরে কোবিন্দ টানেল নির্মাণে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, এই টানেলের সঙ্গে জাতির ভবিষ্যৎ জড়িত।
এর আগে, রাষ্ট্রপতি কোবিন্দ আইএএফ হেলিকপ্টারে সুড়ঙ্গের উত্তর পোর্টালের কাছে সিসু গ্রামে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছালে তাকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা জানানো হয়।
মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর তাঁকে একটি চিত্রশিল্প উপহার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রী রাম লাল মারকান্দা।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে যোগ দিতে শুক্রবার ধর্মশালায় পৌঁছেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।

