নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : শনিবার সকালে দিল্লির রোহিনী এলাকার একটি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগার কারণে একজন রোগীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
দমকল আধিকারিকদের মতে, এদিন ভোরে ব্রহ্ম শক্তি হাসপাতালের পুত খুর্দের তৃতীয় তলায় আইসিইউ ওয়ার্ডে আচমকা আগুন লাগার খবর পাওয়া যায়।
আগুন নেভাতে মোট নয়টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস) ডিরেক্টর অতুল গর্গ বলেন, একজন রোগীকে ছাড়া সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে যিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।