BRAKING NEWS

CPIM : সিপিআই এর রাজ্য সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ দুইদিন ব্যাপী ভারতের কমিউনিস্ট পার্টির ২২ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷  শনিবার ছিল এই সম্মেলনের প্রথম দিন৷  দুই দিনের এই সম্মেলনে দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন নেতৃত্বরা এবং নতুন রাজ্য কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিপিআই রাজ্য সম্পাদক রণজিৎ মজুমদার৷ উনার কথায়, এই সম্মেলনের মূল বিষয় হচ্ছে বর্তমান সামাজিক বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তা ঠিক  করা৷ তিনি বলেছেন, ২০১৮ সাল থেকে রাজ্যে বিজেপি আইপিএফটি  সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় কায়েম হয়েছে৷ কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার রাজ্যের সাংবিধানিক অধিকার ও লুণ্ঠন করেছেন৷ তাই সংবিধান রক্ষা ও মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা যায় তার বিভিন্ন দিক আলোচনা করা হবে এই দুইদিনের সম্মেলনে৷ এমনই জানিয়েছেন সিপিআই রাজ্য সম্পাদক রণজিৎ মজুমদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *