মুম্বই, ১১ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচন মহারাষ্ট্রে একটি বড় রাজনৈতিক নাটক দেখা গেছে। ৯ থেকে ১০ ঘন্টা অপেক্ষা করার পর শনিবার ভোরবেলা ফলাফল ঘোষণা করা হল। ‘মহা বিকাশ আঘাড়ি’ জোটকে চমকে দিয়ে রাজ্যে তিনটি আসন দখল করল বিরোধী দল বিজেপি। ষষ্ঠ আসনে শিব সেনার প্রার্থী সঞ্জয় পাওয়ারকে পরাস্ত করে চমকে দিয়েছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মাহাদিক। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল ও অনিল বোন্দে।
বিজেপি সফলভাবে ধনঞ্জয় মাহাদিককে ষষ্ঠ প্রার্থী হিসেবে জয় ছিনিয়ে এনে মহাবিকাশ জোটে, বিশেষ করে শিবসেনাকে একটি বড় ধাক্কা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির তৃতীয় প্রার্থী ধনঞ্জয় মাহাদিক মহাবিকাশ আঘাড়ি থেকে কিছু ভোট পেয়েছেন তা স্পষ্ট হয়ে গেছে।
এবছর খালি হয়েছিল রাজ্যসভার ৫৭টি আসন। এরমধ্যে ৪১টি সিটে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। ফলে শুক্রবার রাজ্যসভার ১৬টি আসনের জন্য নির্বাচন হয় রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও কর্ণাটকে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি নজর ছিল মহারাষ্ট্রের ষষ্ঠ আসনের লড়াইয়ের দিকে। আর সেখানেই শিব সেনাকে চমকে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের অঙ্কের হিসেবে রাজ্যসভায় প্রার্থী পাঠাতে হলে ৪১জন বিধায়কের ভোটের প্রয়োজন। শুক্রবার ভোটগণন শেষে দেখা যায়, সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে ১০টি অতিরিক্ত ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মাহাদিক। ভোটের ফলে কার্যত চিন্তার ভাঁজ শিব সেনা ও এনসিপি-এর কপালে। নির্বাচনের ফল আসার পর টুইট করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ লিখেছেন, “নির্বাচন শুধু লড়াই করার জায়গা নয়, জয়েরও স্থান, জয় মহারাষ্ট্র।”
প্রসঙ্গত, বিজেপি এবং কংগ্রেসের অভিযোগের কারণে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ভিডিও রেকর্ডিংয়ের জন্য ৪ ঘন্টা ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল। মধ্যরাতে অনুমতি পাওয়ার পর ফের ভোট গণনা শুরু হয়।