নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : ক্রস ভোটিংয়ের জেরে অজয় মাকেনকে হারতে হয়েছে। ভোটে হেরে রাজ্যসভার সাংসদ পদ হাতছাড়া হয়েছে মাকেনের। শনিবার সেই ‘ঘর শত্রু বিভীষণ’ কুলদীপ বিষ্ণোইকে সাসপেন্ড করল কংগ্রেস। তাঁর ওয়ার্কিং কমিটির সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে কুলদীপের সদস্যপদ খারিজের আবেদন জানাবে কংগ্রেস।
কুলদীপের জন্যই রাজ্যসভায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে মাকেনের। নইলে মাকেনকে জেতানোর প্রয়োজনীয় সংখ্যা হরিয়ানা কংগ্রেসের ছিল। বিধায়ক ভাঙানো আটকাতেই রাজ্যের সব বিধায়কদের রায়পুরের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছিল কংগ্রেস। যদিও কুলদীপ রায়পুর যাননি। শুক্রবার রাজ্যসভার ভোটে তিনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেন। ওদিকে রাজ্যসভা ভোটের গণনা শুরু হতেই জয় নিশ্চিত ভেবে কংগ্রেসের তরফে মাকেনকে নিয়ে সেলিব্রেশন শুরু হয়ে যায়। কিন্তু মাকেন হেরে গিয়েছেন, এটা জানার পর কংগ্রেস শিবিরের মাথায় বাজ ভেঙে পড়ে। তারা ফের গণনার দাবি জানায় নির্বাচন কমিশনের কাছে। যদিও সেই দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, কংগ্রেস লিখিতভাবে ওই আবেদন জানায়নি।তাছাড়া ৮৮ জনের ভোট গুণতে বেশি সময়ও লাগেনি। গণনা শেষ হলে দেখা যায়, নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মা জয়লাভ করেন। পরাজিত হয়েছেন অজয় মাকেন।

