আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ১৪ জুন সকালে ত্রিপুরায় আসছেন এবং ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন। ওইদিন তিনি পথসভায় অংশ নেবেন বলে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় সারাদিন থাকবেন। স্বাভাবিকভাবে বাকি দুই কেন্দ্রেও তাঁর প্রচারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ১৪ জুনের পর তিনি আবার আসবেন, এমনটাই স্থির হয়েছে।
রাজীবের কথায়, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের সূচী আগামীকাল প্রকাশ করা হবে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচী চূড়ান্ত হয়েছে। সে মোতাবেক প্রশাসনের কাছে তাঁর সভার অনুমতি চাওয়া হয়েছে।এদিন তিনি উপনির্বাচনে সমস্ত বুথে ওয়েবকাস্টিং-র নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। সাথে তিনি নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শুধু তাই নয়, অবাধ ও সুষ্ঠ ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, ভোটাররা চাইছেন নির্ভয়ে তাঁরা ভোট দিতে পারেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ