Terrorists Arrested : সোপারে দুই সন্ত্রাসবাদী গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও গুলি

সোপার, ১০ জুন(হি.স) : বৃহস্পতিবার গভীর রাতে সোপোর থেকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-র দুই স্থানীয় সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোপোর পুলিশ বৃহস্পতিবার রাতে খবর পেয়েছিল যে দুই টিআরএফ সন্ত্রাসবাদী টার্গেট কিলিং করতে দক্ষিণ কাশ্মীর থেকে সোপোরে এসেছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকায় কিছু জায়গায় বিশেষ নাকা বসায়। দারপোরা ডেলিনা এলাকায় অবরোধ চলাকালে নিরাপত্তা বাহিনী গভীর রাতে দুই যুবককে দেখতে পায়। দুজনকেই থামতে বললে নিরাপত্তা বাহিনীর কথা উপেক্ষা করে দুই যুবকই পালাতে শুরু করে। এসময় সৈন্যরা তাদের দুজনকে ধরে তল্লাশি চালায়। তল্লাশিতে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *