Arrest : হাওয়াইবাড়িতে দেশী মদ সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ জুন৷৷  প্রচুর পরিমাণে দেশী মদ উদ্ধারে সাফল্য পেল  পুলিশ৷ পাচার কান্ডের সাথে যুক্ত থাকায় আটক করা হয়েছে গাড়িচালক সহ এক মহিলাকে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি স্থিত নাকা পয়েন্ট এলাকায়৷
জানা যায়, বড়মুড়া থেকে একজন উপজাতি মহিল গাড়ি করে তেলিয়ামুড়া দিকে জাতীয় সড়ক ধরে আসছিল৷  তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি স্থীত নাকা পয়েন্টের সামনে আসতেই কর্তব্যরত পুলিশ গাড়িটিকে আটক করে৷ গাড়ির মধ্যে দেখতে পায় কয়েকটি বস্তা৷ পুলিশের সন্দেহ হয় এবং গাড়িতে থাকা বস্তাগুলো তল্লাশি করে৷ পুলিশ তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে দেশী মদ উদ্ধার করে৷ গাড়িচালক সহ এক মহিলাকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ জানা গেছে ১৭০ লিটার দেশী মদ উদ্ধার হয়েছে বস্তা গুলিতে তল্লাশি চালিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *