নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস । ফলাফল ঘোষণার পরই বিজেপিকে কটাক্ষ করে টুইট করেছেন কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি লেখেন, “শুরু থেকেই স্পষ্ট ছিল যে কংগ্রেস জিতবে। নির্দল প্রার্থীকে সমর্থন করে বিজেপি ঘোড়া কেনাবেচার চেষ্টা করেছিল।”
শুক্রবার রাজ্যসভা নির্বাচন ঘিরে ছিল টানটান নাটক। ক্রস ভোটিংয়ের গেরোয় পড়েছে কংগ্রেস ও বিজেপি দু’দলই। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস। পরাজিত বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রা। রাজস্থানের মোট চারটি আসনের মধ্যে কংগ্রেসজয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন। কংগ্রেসের হয়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রমোদ তিওয়ারি, মুকুল ওয়াসনিক ও রণদীপ সিং সুরজেওয়ালা। চতুর্থ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ঘনশ্যাম তিওয়ারি।