Inter-Office Sports Inter-Office Sports:১৩টি ইভেন্টে আন্তঃ অফিস ক্রীড়া, নাম জমার শেষ তারিখ ৩০ জুন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। অনুমোদিত বিনোদন সংস্থাগুলোর প্রতিযোগীদের নাম সংগ্রহ করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ইউনিট ও খেলোয়াড়দের ক্রীড়া ও বিনোদন সংস্থার অফিসে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে নাম জমা দিতে বলা হচ্ছে। নাম নথিভুক্ত করার সময় অবশ্যই নির্দিষ্ট এন্ট্রি ফি জমা করতে হবে। যে যে বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তারও একটি তালিকা ঘোষণা করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে এবছর ১৩টি ইভেন্ট, যেমন – অকশন ব্রিজ, চায়না ব্রিজ, ক্যারাম, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, টাগ-অফ-ওয়ার, আর্ম রেসলিং-এর পাশাপাশি মিউজিক্যাল চেয়ার (শুধুমাত্র মহিলা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। নাম জমা দিতে হবে আগামী ৩০ জুনের মধ্যে।