নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী কালীন ফোন বোবা৷ ঘটনা এক-দু’দিনের নয় বিগত মে মাসের ২৮ তারিখ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরিকালীন ল্যান ফোনের যোগাযোগ ব্যবস্থা৷ এমনটাই জানায় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা সাব-অফিসার শান্তি কুমার দেববর্মা৷ অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী পরিষেবা বন্ধ থাকার ফলে যেকোনো সময় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷তবে দাবি উঠেছে ডক্টর যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন৷
জানা যায়, এ বিষয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষ থেকে শুরু করে ল্যান ফোন কম্পানি বিএসএনএল-এর সঙ্গে যোগাযোগ করেও হচ্ছে না ফোন পরিষেবা স্বাভাবিক৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরিকালীন পরিষেবা বন্ধ থাকার দরুন দিনের-পর-দিন দুভর্োগ পোহাতে হচ্ছে তেলিয়ামুড়া বাসীর৷
উল্লেখ করা যায়, গত বুধবার রাতে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের অধীন চাকমাঘাট এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটেছিল, আহত হয়েছিল চারজন, কিন্তু তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের জরুরী কালীন ল্যান ফোন লাইন খারাপ থাকার ফলে উদ্ধারের জন্য সাধারণ মানুষ জন দীর্ঘ ঘন্টা অগ্ণিনির্বাপক দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল৷ পরবর্তীতে বাধ্য হয়ে মানুষজনেরা আগরতলা স্থিত অগ্ণিনির্বাপক দপ্তরের অফিসে ফোন করে এই দুর্ঘটনার সম্পর্কে জানায় এবং অগ্ণিনির্বাপক দপ্তরের আসতে দেরি হওয়ায় অটো গাড়ি যুগে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল তেলিয়ামুড়া হাসপাতালে৷ যোগাযোগ করা হয়েছিল আগরতলা স্থিত অগ্ণিনির্বাপক দপ্তরে থেকে যোগাযোগ করা হয়েছিল তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে, ফলে দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘন্টা বিলম্ব হয়৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই সাধারণের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাদের৷
শুক্রবার তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা সাব-অফিসারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নতুন ৬০৩৩২৩১২১৪ একটি মোবাইল ফোন নাম্বার দেন৷ তিনি তেলিয়ামুড়া বাসীর প্রতি আহ্বান জানান বিপদ কালীন সময়ে এই ফোন নম্বরে ফোন করলেই অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে যাবে৷
2022-06-10

