Shantirbazar Cricket : শান্তিরবাজার ক্রিকেটে আবারও বৃষ্টির থাবা, ডি এল এস মেথডে জয়ী কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। জয় পেলো কসমোপলিটন ক্লাব। ডি এল এস মেথডে ৭৭ রানে পরাজিত করে ব্রু জোয়াইন মথৌ দলকে। সুপারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে কসমোপলিটন। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রু জোয়াইন মথৌ দল। ১২ জুন গ্রুপের প্রথম দুই দল ফাইনালে খেলবে। বৃহস্পতিবার ব্রু জোয়াইন মথৌ দলের ২৩২ রানের জবাবে খেলা যখন বন্ধ হয় তখন কসমোপলিটন ক্লাব ২১৮ রান করে। ৩১.‌১ ওভারে কসমোপলিটন ক্লাবের দরকার ছিলো ১৪২ রান। ফলে ডি এল এস মেথডে ৭৭ রানে জয় পায় কসমোপলিটন ক্লাব। বাইখোরা স্কুল মাঠে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্রু জোয়াইন মথৌ দল ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান করে। দলের পক্ষে উমেশ রিয়াং ৭৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, এন ভাসান্তন দেওয়ান ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,পারেন্দ্র রিয়াং ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং জীতেন্দ্র মগ ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে জনক রিয়াং (‌৩/‌৪২) সফল বোলার। জবাবে খেলতে নেমে খেলা যখন বন্ধ হয় বৃষ্টির জন্য তখন কসমোপলিটন ক্লাব৩১.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে। দলের পক্ষে আশিষ কুমার যাদব ৭৬ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৮৬ (‌অপ:‌) এবং রাহুল হুসেন ৬৬ বল খেলে ১০ টি  বাউন্ডারির সাহায্যে‌ ৬৬ রান করেন। ব্রু জোয়াইন মথৌ দলের ইভান চন্দ্র রিয়াং (‌২/‌৪১) সফল বোলার। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *