আগরতলা, ৯ জুন : বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিল জিবিপি হাসপাতালে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীরা। বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হলে তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।
দীর্ঘ তিন মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে আছে। এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা। তাদের অভিযোগ, করোনাকালীন সময়ে তাদের বেতন ২ হাজার টাকা করে বাড়ানোর কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই বর্ধিত অর্থ রাশি কেউ পাননি। এছাড়াও পুজোর বোনাস থেকে শুরু করে সবকিছু থেকেই বঞ্চিত তারা।
আজ বেসরকারি নিরাপত্তারক্ষীরা আরও জানিয়েছেন, তাদের কাউকে নিয়োগপত্র প্রদান করা হয়নি। এছাড়াও তাদের নির্দিষ্ট বেতন কত সেটি তারা আজকে পর্যন্ত জানতে পারেননি। প্রতিমাসেই তাদের একেক রকম অর্থরাশি বেতন হিসেবে প্রদান করা হচ্ছে। এর আগেও তারা উচ্চপদস্থ আধিকারিকের কাছে বেতনের দাবিতে অভিযোগ জানিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও সেই বেতন তাদের মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ২০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী কর্মবিরতি ঘোষণা করেছেন।