গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : শপথ নিলেন অসমের নতুন মন্ত্রী হাফলঙের বিধায়ক নন্দিতা গারলোসা এবং নলবাড়ির জয়ন্তমল্ল বরুয়া৷ ঘড়ির কাঁটায় ঠিক তিনটে, শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের মিলনায়তনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে নয়া দুই মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি।
পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী আজ বৃহস্পতিবার বিকেল তিনটেয় প্রথম নন্দিতা গারলোসাকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল। নন্দিতা ইংরেজিতে শপথ নিয়েছেন। এর পর নলবাড়ির বিধায়ক জয়ন্তমল্ল বরুয়াকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন অধ্যাপক মুখি।
নয়া দুই মন্ত্রীর শপথ অনুষ্ঠানে রাজ্যের সব মন্ত্রী উপস্থিত ছিলেন। ছিলেন মুখ্যসচিব সহ রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিকবর্গ এবং বিজেপি সহ শরিক অগপ ও ইউপিপিএল-এর শীর্ষ নেতৃবর্গ।
আজ সম্প্রসারিত মন্ত্রি পরিষদের সদস্যদের মধ্যে দফতর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সে অনুযায়ী পরিমল শুক্লবৈদ্যের হাত থেকে বন ও পরিবেশ দফতর চলে যাবে। বন ও পরিবেশ দফতর দেওয়া হবে চন্দ্রমোহন পাটোয়ারির হাতে। এদিকে চন্দ্রমোহনের পরিবহণ দফতর দেওয়ার কথা পরিমল শুক্লবৈদ্যকে। তাছাড়া নতুন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার হাতে তুলে দেওয়া হবে পর্যটন দফতর। বিগত সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন রাজ্য সরকারের আমলে পর্যটন দফতরের চেয়ারম্যান ছিলেন জয়ন্তমল্ল বরুয়া। তবে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটালেও কোনও মন্ত্রীকে ছাঁটাই করা হবে না, কেবল কয়েকজনের দফতরে রদবদল ঘটানো হবে, জানা গেছে বিশেষ সূত্রে।