নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ করোনা প্রকোপের জেরে গত দুই বছর স্বাভাবিক ভাবে রাজধানীর শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরে রথযাত্রা উৎসব পালন করা যায়নি৷ শুধু মাত্র নিয়ম রক্ষা করার জন্যই রথ যাত্রা হয়েছিল৷ তবে করোনার প্রকোপ থেকে বর্তমানে সেরে উঠেছে রাজ্য৷ তাই ২ বছর পর এবার পুনরায় আগের মতো মহা সমারোহে রথযাত্রার আয়োজন করা হচ্ছে৷ এখন থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন আয়োজন৷ রথযাত্রাকে সামনে রেখে বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতি৷ শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরের অভেদামন দাস জানান ১৪ জুন অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা৷ ১ জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা৷ গত দুই বছর করোনার কারণে রথযাত্রা পালন করা যায়নি৷ তাই এই বছর সুন্দর ভাবে রথযাত্রা পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রথযাত্রার মাধ্যমে সনাতন ধর্মের প্রচার করতে চান বলেও জানিয়েছেন তিনি৷