নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ এবার বিজেপি সরকারকে কাঠগড়ায় দাড় করালো কংগ্রেস৷ বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করলেন কংগ্রেস নেতৃত্বরা৷ প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণের আদালতে বিচার চাইল কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা নেতৃবৃন্দের সাথে বৈঠক করে এই চার্জশিট তৈরি করেছেন৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরা হয়৷
এই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজেপি সরকার ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ তবে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি ৫ শতাংশ সফল হয়নি৷ প্রতিবছর ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল৷ কিন্তু চার বছরে নেতাদের গাড়ি বাড়ি কোটি টাকার সম্পত্তি হয়েছে৷ কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি৷ সেই চার্জশিট অনুযায়ী, মানুষ অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছে৷ বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার৷
চার বছরে বিনামূল্যে শিক্ষা প্রদান দুরের কথা বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে সরকারি বিদ্যালয় থেকে টাকা নেওয়া হচ্ছে৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ৷ অপরাধজনক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে৷ মোট ১৩ চার্জশিট গঠন করেছে কংগ্রেস৷
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার বলেন, আগরতলা শহরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও অপরাধমূলক ঘটনা কমছে না৷ এর পেছনে মূলত কি কারণ রয়েছে তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে দায়ী করেছেন তিনি৷ তিনি আরো বলেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক জনগণের জন্য শপথ গ্রহণ করেছেন৷ কিন্তু রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে৷ তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন৷ আসন্ন নির্বাচনের যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে বাধ্য হবে বলেও এদিন হুশিয়ারি প্রদান করা হয়েছে৷