গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : হরিয়ানার পঞ্চকুলায় ৪ জুন থেকে অনুষ্ঠিত চতুৰ্থ খেলো ইন্ডিয়া যুবক্ৰীড়া ২০২১-এ পদক বিজয়ী অসমের খেলোয়াড়দের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্ৰতিযোগিতায় সোনা, রূপা এবং ব্ৰঞ্জ-পদক বিজয়ীরা লাভ করবেন যথাক্ৰমে নগদ এক লক্ষ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা। এর সঙ্গে এই প্ৰতিযোগিতায় অংশগ্ৰহণকারী প্ৰত্যেককে সরকার ২০ হাজার টাকা করে পুরস্কার দেবে।
আজ বুধবার জনতা ভবনে নিজের কার্যালয় কক্ষে ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুৎ, সাংস্কৃতিক ও পর্যটন দফতরের মন্ত্রী বিমল বরার পৌরোহিত্যে ক্রীড়া বিভাগের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ক্রীড়া বিভাগের সচিব ফারুক আলম, ক্রীড়া ও যুব কল্যাণ অধিকর্তা নিবেদন দাস পাটোয়ারি, যুগ্ম সচিব রণোজ বরকটকি, স্পেশাল ডিউটি অফিসার শৌর্য শর্মা সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৩ জুন পর্যন্ত চলবে এই প্ৰতিযোগিতা। প্রতিযোগিতায় সাঁতার, বক্সিং, ভারোত্তলন, জিমনাস্টিস, বেডমিন্টন, থাংটা, ১০০ মিটার দৌড়, কালারিয়া পাত্তু সহ মোট ১৩ ইভেন্টে অসমের ৬২ জন খেলোয়ার প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্ৰতিযোগিতায় অসমে এসেছে দুটি সোনা, সাতটি রূপা এবং পাঁচটি ব্ৰঞ্জ সহ মোট ১৪টি পদক।